ডেমরায় বিপুল পরিমাণ সরকারি খাদ্যপণ্য জব্দ, গ্রেপ্তার ৩
রাজধানীর ডেমরায় কালোবাজারি চক্রের গুদামে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৩ চোরাকারবারিকে গতকাল বৃহস্পতিবার বিকেলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গত বুধবার দিবাগত রাত ২টার দিকে আমুলিয়া মডেল টাউন এলাকায় মো. পারভেজের গুদামে ওই অভিযান পরিচালনা করা হয়। সরকারি ন্যায্য মূল্যের (ওএমএস) চাল, আটা, তেল মজুদ ও বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে গুদামে সংরক্ষণের অভিযোগে সংঘবদ্ধ ওই কালোবাজারি চক্রের বিরুদ্ধে এ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও ডেমরা থানা পুলিশ।
এ সময় মো. রাশেদ (২৯), মো. হোসেন (২৪) ও মো. মেহেদী হাসান (২৪) নামে ৩ জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় পলাতক রয়েছেন মো. পারভেজ ও মো. সবুজসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন। এ সময় ৫টি ট্রাকসহ বিপুল পরিমাণ সরকারি খাদ্যপণ্য জব্দ করেছে অভিযানিক দলটি। এ বিষয়ে বৃহস্পতিবার ভোর রাতে ডেমরা থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি মামলা করেছে ডেমরা থানা পুলিশ।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশ বুধবার দিবাগত রাত ২টার দিকে ওই গুদামে অভিযান শুরু করে। এ সময় ১২৯০টি ৫০ কেজির চালের বস্তা, ৭০টি ৩০ কেজির চালের বস্তা, প্রায় ২০০টি আটার বস্তা (মোট ওজন প্রায় ১২,০০০ কেজি), ১৭টি ২৫ কেজির ডালের বস্তা, ৭৫ পিস ২ লিটারের সয়াবিন তেলের বোতল, ১০টি খালি প্লাস্টিক তেলের ড্রাম, ৫টি ট্রাক ও ৪ টি প্যাকেজিং সেলাই মেশিন, ২টি ওজন মাপার ডিজিটাল মেশিনসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়। বস্তাগুলোর ওপর লেখা ছিল- সরকারি বিতরণ ব্যবস্থার বাইরে বিক্রি সম্পূর্ণ অবৈধ।’
ওসি বলেন, ‘আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন জায়গা থেকে সরকারি খাদ্যসামগ্রী সংগ্রহ করে গুদামে এনে প্যাকেট, লোগো ও ব্র্যান্ড পরিবর্তন করে বেশি দামে বিক্রি করতেন। ধৃত আসামিরা কালোবাজারি চক্রের সক্রিয় সদস্য এবং সরকারি মালামাল অবৈধভাবে মজুদ ও বাজারজাত করে আসছিলেন দীর্ঘদিন ধরে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?