চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পেটান ছাত্রদল নেতা ফারুক

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
৩০ মে ২০২৫, ০৮:৪৩
শেয়ার :
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পেটান ছাত্রদল নেতা ফারুক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ লক্ষ টাকার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতা আব্দুল মতিন মুন্সীকে (৬০) হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফারুকসহ ১০ জনের নাম উল্লেখ করে আব্দুল মতিন মুন্সীর মেয়ে মহিতুন নেছা (৩৬) বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

আহত আব্দুল মতিন মুন্সী সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক।

সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে আব্দুল মতিন মুন্সী উপজেলার চর কিশোরগঞ্জ এলাকার হৈচৈ পার্কে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। গত কয়েকদিন আগে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফারুকসহ এলাকায় চিহ্নিত ১০/১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী। এতে তিনি ২ লাখ টাকা চাঁদা দিলেও তাকে পুরো ১০ লাখ টাকা দেওয়ার জন্য নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিলেন তারা। 

গত বুধবার সন্ধ্যায় চরকিশোরগঞ্জ ফেরিঘাট এলাকায় আবারও চাঁদার বাকি ৮ লক্ষ টাকা দাবী করলে তিনি দিতে অস্বীকৃতি জানালে ফারুকসহ তার বাহিনীর শহিদ, বাবু, রিমন, সোহাগ, মাসুদ, ফয়জল, মহিন ও সাব্বির দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান। পরে তার চিৎকার শুনে এলাকাবাসী উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করেন তাকে।

এ বিষয়ে অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা ফারুক বলেন, ‘আব্দুল মতিন মুন্সি এলাকার একটি ছোট ছেলেকে বলাৎকার করার চেষ্টা করেছেন। তাই তাকে এলাকাবাসী মারধর করেছেন। আমার বিরুদ্ধে চাঁদা দাবির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান জানান, মারধরের বিষয়ে অভিযোগ পেয়েছি। সঠিক তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।