ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই শিক্ষার্থী

বেড়া (পাবনা) প্রতিনিধি
২৯ মে ২০২৫, ১৮:৩৯
শেয়ার :
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই শিক্ষার্থী

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে পেঁয়াজবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাসুমদিয়া ইউনিয়নের ছোট নওগাঁ এলাকার কাজিরহাট-কাশিনাথপুর সড়কে এ ঘটনা ঘটে।

পরে আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে ওই রাতেই দুইজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- আমিনপুর থানার জাতসাখিনী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আলম হোসেনের ছেলে মো. মুন হোসেন (২২) এবং সন্ন্যাসীবাঁধা এলাকার আবুল কাশেমের ছেলে সৌরভ (২০)। নিহত মুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ পড়াশোনা করতেন এবং সৌরভ শেখ ধোবাখোলা করোনেশন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই শিক্ষার্থী মোটরসাইকেলযোগে কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে নগরবাড়িতে যাচ্ছিলো। পথে ছোট নওগাঁ গ্রাম এলাকায় পৌঁছালে নগরবাড়ি থেকে কাজিরহাটগামী পেঁয়াজবোঝাই একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই জনের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’