অপূর্ব-ফারিণের ‘কোন এক বসন্ত বিকেল’

বিনোদন প্রতিবেদক
২৯ মে ২০২৫, ১৭:৩৮
শেয়ার :
অপূর্ব-ফারিণের ‘কোন এক বসন্ত বিকেল’

বাশার একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ছাত্রী মিলির সমস্যা প্রচুর কথা বলে। কথা বলতে না পারলে তার পেট ফুলে যায়। ক্লাস করতে তার ভালো লাগে না। তাই সে শিক্ষকদের প্রচুর প্রশ্ন করে। যেসব প্রশ্নের সাথে পড়াশোনার কোনো সম্পর্ক নাই। তাই অধিকাংশ শিক্ষকের ক্লাসেই তাকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

যেকোনো শিক্ষক ক্লাসে ঢুকেই প্রথম যে কাজ করেন সেটি হলো- মিলিকে বাইরে বের করে দেওয়া। মিলিও বিষয়টা বেশ উপভোগ করেন। একমাত্র বাশারই মিলির সব প্রশ্নের উত্তর দেয় ধৈর্য নিয়ে। মিলি প্রচুর চেষ্টা করেছে বাশারকে বিরক্ত করার, কিন্তু সে বিরক্ত হয় না। মিলি হতাশ হয়ে পড়ে। মিলি বাশারকে বিশ্ববিদ্যালয় থেকেই তাড়ানোর চিন্তা করে। এসব করতে গিয়ে মিলির ভালো লাগে বাশারের ব্যবহার। পরদিন থেকে সে নিয়মিত বাশারের ক্লাস করতে আরম্ভ করে।

একদিন বাশার তার বিড়াল খুঁজতে বের হয় রাস্তায়। রিকশা করে মিলি যাচ্ছিল কোথাও, মিলি এসেও যুক্ত হয় তার সাথে। দুইজন মিলে রাস্তায় বিড়াল খোঁজে। পুলিশের সাথে সাক্ষাৎ হয়। এত রাতে দুইজন ছেলে-মেয়ে হাঁটছে দেখে পুলিশ জিজ্ঞাসাবাদ করে এবং মিলির বেশি কথা বলার জন্য ওরা ফেঁসেও যায়। ওদের আটক করা হয়। কিন্তু মাঝপথে মিলি প্ল্যান করে পুলিশ গাড়ি থেকে পালায় বাশারসহ।

এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘কোন এক বসন্ত বিকেল’। নাটকের প্রধান দুই চরিত্র বাশার ও মিলির ভূমিকায় দেখা যাবে জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণকে। এটি নির্মাণ করেছেন সৈয়দ শাকিল।

নির্মাতা জানান, ঈদের তৃতীয় দিন রাত ৮টায় ‘কোন এক বসন্ত বিকেল’ প্রচার হবে দীপ্ত টিভিতে।