শাকিবের সিনেমায় নিশো!

বিনোদন ডেস্ক
২৯ মে ২০২৫, ১৬:৩৪
শেয়ার :
শাকিবের সিনেমায় নিশো!

ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’। সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই শাকিব-ভক্তদের মাঝে উন্মাদনার পারদ তুঙ্গে। লুক ও পূর্বাভাস প্রকাশের পর সেই উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে সবশেষ প্রকাশিত শিরোনাম সংগীত ‘তাণ্ডব’।

এদিকে, এই সিনেমায় ক্যামিও চরিত্র নিয়েও জল্পনার শেষ নেই! এবার জানা গেল, ক্যামিও চরিত্রে সিয়াম আহমেদ তো থাকছেনই, দেখা যাবে আরেক জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকেও। সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র বলছে, এই সিনেমায় মূলত দর্শকের কাছে রায়হান রাফী ইউনিভার্সের আভাস মিলবে। যেখানে থাকছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ। ধারণা করা হচ্ছে, ‘সুড়ঙ্গ’র প্রতিনিধি রূপে এতে হাজির হবেন নিশো।

যদিও ‘তাণ্ডব’-এ নিশোর যুক্ত হওয়ার বিষয়টি নিছক ‘গুজব’ বলে মন্তব্য করেছেন নির্মাতা রায়হান রাফী। তার ভাষ্য, ‘তাণ্ডব-এ থাকছেন না নিশো। অযথাই মানুষ এসব গুজব ছড়াচ্ছে!’

এমনকি নির্মাতা ও প্রযোজকরা এখনও আনুষ্ঠানিকভাবে সিয়ামের উপস্থিতি নিয়েও মুখ খুলতে রাজি নন। সবকিছু চমক হিসেবেই রাখতে চাইছেন তারা। জানা গেছে, এরই মধ্যে ‘তাণ্ডব’র শুটিং সম্পন্ন। বর্তমানে কলকাতায় চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। খুব শিগগিরই সিনেমাটি জমা পড়বে সেন্সর বোর্ডে।

একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার গল্প। এতে শাকিবের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন সাবিলা নূর। বাড়তি চমক হিসেবে হাজির হবেন জয়া আহসান। ক্যামিও চরিত্রে থাকছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের এসভিএফ ও বাংলাদেশের আলফা আই স্টুডিওজ।