ক্ষুব্ধ জয়া, সজল-বুবলীদের শুটিং বন্ধের আহ্বান
নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সঙ্গে আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। এর মধ্যদিয়ে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধলেন তারা। রাশেদা আক্তার লাজুকের পরিচালনায় সিনেমার প্রাথমিক নাম ‘শাপলা শালুক’। শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার পাহাড় ও বিভিন্ন লোকেশনে চলছে এর দৃশ্যধারণের কাজ।
যেখানে বন্যহাতি’সহ অনেক প্রাণীর আনাগোনা রয়েছে। সজল-বুবলীদের শুটিং স্পটেও হাতির আক্রমণের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। সজলের কথায়, ‘গত ৯ দিন ধরে এখানে শুটিং করছি। এখানে প্রায়সময়ই বন্যহাতি আক্রমণ করে। গতকাল আমাদের সেটে প্রায় ৮/৯টা বন্যহাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে তাদেরকে সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের।’
এদিকে বনের ভেতরে এভাবে শুটিং মোটেও ভালোভাবে নেয়নি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি মনে করছেন, এই শুটিংয়ের ফলে বনের পরিবেশ নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, সজল-বুবলীর সিমেনার শুটিং বন্ধে বন বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আজ বৃহস্পতিবার সকালে একটি সংবাদের ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে জয়া লিখেছেন, ‘এই আরেক উপদ্রব বনের ভিতর। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। মন চাইলেই লাইট ক্যামেরা অ্যাকশন শুরু করা যায়?’
ক্ষুব্ধ জয়া আরও লিখেছেন, ‘মাইকের শব্দ, শুটিং টিমের বর্জ্য, গান-বাজনা এগুলো কি এলাউ করা ঠিক হবে এরকম একটা সেনসিটিভ জায়গায়?’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
জয়ার এমন প্রশ্নের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। তারাও বলছেন, বনের পরিবেশে শুটিং পশু-পাখিদের আতঙ্কিত করে তোলে।
জানা গেছে, সজল-বুবলী ছাড়া এতে আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’