লক্ষ্মীপুর ফেরিঘাটে ৪ লাশবাহী গাড়ি নিয়ে আটকা ফেরি
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার প্রভাবে লক্ষ্মীপুরের মেঘনা নদী উত্তাল হয়ে উঠছে।
আজ বৃহস্পতিবার ভোর রাত থেকে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি আকারে বৃষ্টি অব্যাহত রয়েছে। নদী উত্তাল হওয়ায় মেঘনা নদীর লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে নদী উত্তালের কারণে ভোররাতে ভোলার উদ্দেশ্যে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট থেকে ছেড়ে যাওয়া ফেরি বেগম সুফিয়া কামাল ও বেগম রোকেয়া ফেরত আসার চেষ্টা করে। বেগম সুফিয়া কামাল মজুচৌধুরীরহাট ঘাটে এসে ভিড়তে পারলেও ফেরি বেগম রোকেয়া কমলনগর উপজেলার মতিরহাট এলাকায় আটকা পড়ে। এরমধ্যে সুফিয়া কামালে ৪টি লাশবাহী গাড়ি রয়েছে।
এদিন দুপুর সাড়ে ১২ টার দিকে ভোলা ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আতিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নদীতে এখন ভাটা। এজন্য মতিরহাট এলাকায় ফেরী বেগম রেকেয়া আটকে আছে। জোয়ার এলে ফেরীটি মজুচৌধুরীরহাট ঘাটে ফিরবে।’
তিনি বলেন, ‘লক্ষ্মীপুর-ভোলা রুটে ৫টি ফেরি চলাচল করে। বেগম রোকেয়া ছাড়া অন্য ৪টি ফেরি মজুচৌধুরীরহাট ঘাটে রয়েছে। নদী উত্তাল হওয়ায় ভোলার ইলিশা ফেরিঘাটে রাখার সুযোগ নেই।’
মজুচৌধুরীর হাট লঞ্চ ঘাটের ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম বলেন, ‘বুধবার রাতে নদীতে সতর্কতা সংকেত দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে ভোলা-বরিশালের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যাওয়ার কথা ছিল। সংকেত থাকা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে ৫টি লঞ্চ চলে। এর মধ্যে ২টি বরিশাল যায়। লঞ্চগুলোর মধ্যে ৩ টি এখন মজুচৌধুরীর হাট ঘাটে রয়েছে।’