বৈরি আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
বৈরি আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
সকাল সাড়ে ৯টা থেকে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। লঞ্চ চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার মিলন মিয়া জানান, বৈরি আবহাওয়ায় ঝড়ো বাতাস ও উত্তাল পদ্মার কারণে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হবে।