৫৭ জনকে নিজ দেশে ফেরত নিল বিএসএফ
লালমনিরহাট বিভিন্ন উপজেলার অন্তত ৬টি সীমান্ত দিয়ে ৫৭ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনে ব্যর্থ হয়ে নিজ দেশে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গতকাল বুধবার রাতে সীমান্তের বাতি বন্ধ করে এসব মানুষকে প্রায় ১৫ ঘণ্টা পর নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে বুধবার ভোরের দিকে এক যোগে এসব মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। কিন্তু বিজিবির বাধায় তারা বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে পারেনি।
বিজিবি সূত্রে জানা যায়, বিকেলে পতাকা বৈঠকে ভারতীয় এসব নাগরিককে গ্রহণে আপত্তি জানিয়ে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায় বিজিবি। ফলে রাতে জেলার পাটগ্রাম আদিতমারী, হাতীবান্ধা বিভিন্ন সীমান্ত দিয়ে শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে। তারা সবাই ভারতের আসাম রাজ্যের বৈধ বিভিন্ন জেলার বাসিন্দা।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, আদিতমারীর দূর্গাপুর ও হাতীবান্ধার বনচৌকি সীমান্ত দিয়ে ১৯ জন ভারতীয় নাগরিককে সীমান্তের বাতি বন্ধ করে নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। অপরদিকে রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে থাকা হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্ত দিয়ে বুধবার রাতে অপর ৩৯ জনকে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় বিজিবি ক্যাম্পগুলো সূত্রে জানা গেছে।