বেবিচক চেয়ারম্যানের সঙ্গে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ বুধবার সকালে বেবিচক সদর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কাওছর মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি জানান, বৈঠকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান ১ ও ২ নম্বর টার্মিনালে স্থাপিত ই-গেটগুলোর কার্যকারিতা এবং তৃতীয় টার্মিনালেও ই-গেট স্থাপনের সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যাত্রীসেবার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ইমিগ্রেশন প্রক্রিয়া সহজীকরণের অংশ হিসেবে উভয় সংস্থাই ই-গেট সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া, কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক হিসেবে আসন্ন উদ্বোধনকে সামনে রেখে সেখানেও ই-গেট স্থাপনের বিষয়টি আলোচনায় উঠে আসে। সময়োপযোগী প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানের সুবিধা নিশ্চিত করতে পাসপোর্ট অধিদফতর ও বেবিচক একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এসময় আরও উপস্থিত ছিলেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।