বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকরা নিলেন প্রশিক্ষণ
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পিতা-মাতা, অভিভাবক ও কেয়ারগিভারদের সচেতনামূলক হাতে কলমে শেখা অউখ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট কর্তৃক পরিচালিত রামপুরা বনশ্রীর অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র ঢাকা দক্ষিণের সহকারি পরিচালক হামিলায়েজ লিজা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, এই সেবা কেন্দ্রে ১৭ ধরনের সেবা দেওয়া হয়। বাংলাদেশে আরও ৮টি বিভাগে বিভিন্ন জেলা উপজেলায় ১৪টি সেবাদান কেন্দ্রে সেবা চলমান রয়েছে। যেখানে সকল ধরনের থেরাপিসেবা, চিকিৎসা ও কাউন্সিলিং বিনামূল্যে দেওয়া হয়। উপযুক্ত পরিবেশ, আর্থিক সহযোগিতা, সহমর্মিতা, সযত্ন ও ভালোবাসা পেলে এই ধরনের প্রতিবন্ধী শিশু ব্যক্তিরা সাধারণ মানুষের মতই জীবনযাপন করতে পারবে। তিনি সকলকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও কর্মশালার প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অফিসার শাহীন আক্তার সুইটি এবং প্রশিক্ষক হিসেবে ছিলেন ড. মারুফ আহমেদ মৃদুল (এনডিডি কনসালট্যান্ট, সাইকো সোশ্যাল কাউন্সিলর, চেয়ারম্যান দেশি ও ইন্ডিপেন্ডেন্স কেয়ার। আলোচক ছিলেন অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের কর্মকর্তা মেডিসিন কনসালট্যান্ট ডা: তামান্না আলম, ফিজিওথেরাপি কনসালট্যান্ট মোসাম্মাৎ সাবিরা খাতুন, অকুপেশনাল থেরাপি কনসালট্যান্ট মোঃ শরিফুল ইসলাম, স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ থেরাপি কনসালট্যান্ট তাসনিমা ইয়াসমিন, সাইকোলজি কনসালট্যান্ট সুফিয়া আক্তার, কমিউনিটি ওয়ার্কার কাম ক্লিনিকাল সোশ্যাল ওয়ার্কার উম্মে আসমা।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
প্রশিক্ষণের লক্ষ্য ছিল অভিভাবকদের দৈনন্দিন জীবনের কার্যকলাপ ও সেবা ব্যবস্থাপনায় দক্ষ করে তোলা, যেন তারা নিজ নিজ সন্তানের প্রতি আরও সচেতন ও কার্যকরভাবে সহায়তা করতে পারেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, এমন ধরনের প্রশিক্ষণ তাদের সন্তানের যত্ন ও বিকাশে বাস্তবিক সহায়ক হবে।