চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা উদ্যাপন হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, আজ বুধবার সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যায়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সভা শেষে জানানো হয়, পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ, অর্থাৎ ৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপন হবে।