আমরা বিজয়ের দ্বিতীয় পর্যায়ে রয়েছি: মঈন খান

নিজস্ব প্রতিবেদক
২৮ মে ২০২৫, ১৭:২৬
শেয়ার :
আমরা বিজয়ের দ্বিতীয় পর্যায়ে রয়েছি: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘আজকে নয়াপল্টনে মহাসমাবেশ তারুণ্যের সমুদ্রে পরিণত হয়েছে। আপনার (তারেক রহমান) নেতৃত্বে বাংলাদেশের তরুণরা জেগে উঠেছে। ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের দেশকে ধ্বংস করেছিল। দেশের তরুণ ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। জুলাই-আগস্টে আমাদের প্রথম বিজয় হয়েছে। আমাদের আন্দোলন কিন্তু থেমে যায়নি। আমরা বিজয়ের দ্বিতীয় পর্যায়ে রয়েছি।’

আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, ‘বাংলাদেশকে গণতন্ত্রে রুপ দিতে হবে। অবিলম্বে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। জনগণ চায় গণতন্ত্র। আমরা সরকারকে সে জন্য সহযোগিতা করেছি। সহযোগিতা থাকবে, কিন্তু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। না হলে বিক্ষুব্ধ তরুণ সমাজের আন্দোলনে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পালাতে পারবে না।’

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান ষড়যন্ত্র রুখে দিয়ে দেশে গণতন্ত্র ফেরাতে শপথ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, ‘আজকের এই তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের নেতা তারেক রহমান। যার দিকে সবাই তাকিয়ে আছে। আমরা অনেক পথ অতিক্রম করলেও এখনো বেশ কিছু পথ বাকি আছে। আমরা আশা করি, এই তরুণ সমাজ আমাদের সংগ্রামী নেতা তারেক রহমানের নেতৃত্বে বাকি পথটুকু অতিক্রম করে গণতন্ত্র ফেরাতে পারবেন। ‘

গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান তার বক্তব্যের মাধ্যমে আমাদের নির্দেশনা দেবেন। যত স্বল্প সময়ের মধ্যে হোক আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব। আমি বলব, বাংলাদেশে ষড়যন্ত্র চলছে- তা রুখতে হবে; গণতন্ত্র ফেরাতে হবে। এই হোক আমাদের শপথ।’