আসছে ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল, থাকছেন জয়া

বিনোদন ডেস্ক
২৮ মে ২০২৫, ১৬:৪৮
শেয়ার :
আসছে ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল, থাকছেন জয়া

বছর দুই আগে টালিউডে মুক্তি পেয়েছিল জয়া আহসান অভিনীত ‘অর্ধাঙ্গিনী’। কৌশিক গাঙ্গুলি এই সিনেমাটি দর্শকমহলে প্রশংসিত হওয়ার পাশাপাশি বক্স অফিসেও দারুণ ব্যবসা করে। সিনেমাটির গল্প যেখানে শেষ হয়েছিল, সেখানে থেকেই এবার নির্মিত হবে সিক্যুয়েল। এমনটাই জানালেন এর নির্মাতা। এবার সিনেমার নাম রাখা হয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’।

বিষয়টি সামাজিকমাধ্যমে নিশ্চিত করেছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানও। সিনেমার লুক টেস্টের জন্য সম্প্রতি কলকাতায় গিয়েছিলেন তিনি। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে তার লুকও।

ভারতীয় গণমাধ্যমে এই অভিনেত্রী বলেন, ‘ভীষণ পরিণত একটা গল্প ছিল “অর্ধাঙ্গিনী”। তার সিক্যুয়েলের অংশ হতে পারাটা বেশ আনন্দের। আগের ছবিটা দর্শক আপন করে নিয়েছিলেন। এবার তাদের সেই প্রত্যাশার চেয়ে বাড়তি কিছু ফিরিয়ে দেওয়াই আমাদের চ্যালেঞ্জ।’

সব ঠিক থাকলে আগামী ১৫-১৬ জুন নাগাদ সিনেমার শুটিং শুরু হবে। এতে জয়া আহসানের পাশাপাশি দেখা যাবে চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন ও শুভ্রজিৎ দত্তকেও।

পরিচালক কৌশিক কী প্রথম সিনেমার সময়েই দ্বিতীয় কিস্তির ভাবনা ভেবেছিলেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরিচালকরা সবসময়ই পরের অংশ ভেবে রাখেন। একটা গল্প কত দূর যেতে পারে, এটা মাথার মধ্যে থাকে। “অর্ধাঙ্গিনী” সফল না হলে হয়তো সেই ভাবনা বাস্তবে রূপ পেত না। প্রথমটি সফল হওয়ার পরই দ্বিতীয় ছবিটি করার কথা ঠিক করি। তবে অন্তত দু’বছরের একটা বিরতি দরকার ছিল।’

এদিকে জয়া আহসান তার আসন্ন ঈদুল আজহার সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি কলকাতায় সিনেমাটির ডাবিং করেছেন। এ ছাড়া তার ‘ডিয়ার মা’ সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজও চলছে।