ফ্রিতে দেখা যাবে নিশো ও সিয়ামের সিনেমা
২০২৩ সালের কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সুড়ঙ্গ’। এই সিনেমার মধ্যদিয়ে বড়পর্দায় অভিষেক হয় জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। সিনেমাটি সুপারহিট হয়েছিল। রায়হান রাফী পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা তমা মির্জা।
অন্যদিকে ‘পোড়ামন ২’র সিনেমায় অভিষেক হয় আরেক চিত্রনায়ক সিয়াম আহমেদের। এর পরিচালকও রায়হান রাফী। সিনেমাটি দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে তারও যাত্রা শুরু হয়। সেসঙ্গে পূজা চেরিও এর মধ্যদিয়ে পা রাখেন ঢালিউডে।
সিয়াম-নিশোর অভিষিক্ত হওয়া দুটি সিনেমাই এবার ঈদে ফ্রিতে দেখতে পারবেন দর্শক। আসন্ন ঈদ উপলক্ষে দীপ্ত টিভির বিশেষ আয়োজনের অংশ হিসেবে টেলিভিশন প্রিমিয়ার হতে যাচ্ছে ‘সুরঙ্গ’ ও ‘পোড়ামন ২’। এর মধ্যে ‘সুড়ঙ্গ’ দেখা যাবে ঈদের দ্বিতীয় দিন দুপুর ১টায় আর ‘পোড়ামন ২’ প্রচার হবে ঈদের ষষ্ঠ দিন সকাল ৯টায়।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
‘সুড়ঙ্গ’র গল্প গড়ে উঠেছে মাসুদ নামের এক ব্যক্তিকে ঘিরে, যিনি অর্থের জন্য মরিয়া হয়ে পড়ে এক ব্যাংক ডাকাতির পরিকল্পনায় জড়িয়ে পড়েন। টানটান উত্তেজনায় ভরা এই গল্পে সমাজের নানা বাস্তবতা ও মানুষের বিকৃত মানসিকতা ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারীসহ অনেকে।
অন্যদিকে ‘পোড়ামন ২’ সিনেমাতে সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করেছেন বাপ্পারাজসহ একঝাঁক তারকা। সালমান শাহ ভক্ত এক যুবকের প্রেমের গল্প নিয়েই গ্রামীণ আবহে নির্মিত হয়েছে সিনেমাটি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
‘সুড়ঙ্গ’ ও ‘পোড়ামন ২’ ছাড়াও ঈদের প্রথম দিন দীপ্ত টিভিতে প্রচার হবে নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’। এতে জয়া আহসান অভিনয় করেছেন মূল ভূমিকায়। তার সঙ্গে আরও আছেন তারিক আনাম খান ও আহমেদ রুবেলসহ অনেকে।
ঈদের সাতদিনজুড়ে দীপ্ত টিভিতে আরও প্রচারিত হবে ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’, ‘তুমি আমার মনের মানুষ’, ‘আশিকী’, ‘তুফান’, ‘মিশন এক্সট্রিম’, ‘বাদশা’, ‘স্নেহ’, ‘ওমর’, ‘রোমিও বনাম জুলিয়েট’ এবং ‘দুই বধূ এক স্বামী’ ও ‘শান’ সিনেমাগুলো।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’