হাটে আসছে কেন্দুয়ার ৪০ মণ ওজনের সাদা পাহাড়

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
২৮ মে ২০২৫, ১২:৪৪
শেয়ার :
হাটে আসছে কেন্দুয়ার ৪০ মণ ওজনের সাদা পাহাড়

দুধের মত ধবধবে সাদা ও বিশালদেহী হওয়ায় গরুটির নাম রাখা হয়েছে 'সাদা পাহাড়'। আনুমানিক ৪০ মণ ওজন হবে এমন ধারণা গরুটির মালিকের। 

সাদা পাহাড়কে এক নজর দেখতে গ্রামের বাড়িতে ছুটে আসেন বিভিন্ন এলাকার মানুষ। এমনকি কেন্দুয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো:মতিউর রহমান বেশ কয়েক বার সাদা পাহাড়কে দেখতে বুলবুল মিয়ার বাড়ি এসেছেন। 

তিনি পরামর্শ দিয়ে গেছেন সাদা পাহাড়ের সুস্থ্যতার ও আলাদা যত্ন নিতে। এলাকার মানুষ ধারণা করছেন, এই গরুটিই উপজেলায় সবচেয়ে বড় গরু। 'সাদা পাহাড়' নামে খ্যাত ৪০মণ ওজনের এই গরুটির মালিক নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের আটিগ্রামের কৃষক বুলবুল মিয়া।

গতকাল মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে কথা হয় বুলবুল মিয়ার সঙ্গে। তিনি জানান, ৪ বছর আগে গ্রামের ব্যাপারীর কাছ থেকে ফ্রিজিয়াম জাতের সাদা রঙের এই ষাঁড় বাছুরটি সাড়ে ৬৭ হাজার টাকায় কিনেছিলাম। তারপর থেকে আমরা স্বামী-স্ত্রী ও ছেলারা ৪/৫জন মিলে গরুটির লালন পালন করি। খুব শান্ত স্বভাবের। সখ করে নাম রাখি 'সাদা পাহাড়। সাদা পাহাড়ের প্রতিদিনের খাদ্য তালিকায় রয়েছে ভূষি,চালের কুড়া, ভুট্টা, এ্যাঙ্গকর, খৈল এবং ১৬টি বড় (বুইত্ত্যা) কলা ছানা করে খাওয়ানো হয়। তার পেছনে প্রতিদিন খরচ হচ্ছে ১২শ টাকা। মটার থেকে পানি তুলে পাইপ দিয়ে প্রতিদিন ৪/৫ বার গোসল করাতে হয়। গরমে আরামের জন্য ২টি ফ্যান ও মশা তাড়াতে দৈনিক ৪টি করে কয়েল জ্বালাতে হচ্ছে। 

বুলবুল মিয়া বলেন, ‘খুব সখ করে সন্তানের মত লালন পালন করছি। এবারের কোরবানীর ঈদে বিক্রি করে দিব।’ 

কেমন দাম চান? জানতে চাইলে তিনি বলেন, ‘দাম চাইব না। যে বা যারা সাদা পাহাড়কে নেবেন তারা নিজেরাই দেখে মেপে দাম করে নিয়ে যাবেন।’ 

কেন্দুয়া উপজেলা প্রাণী সম্পদ অফিসের কামরুজ্জামান ও জহিরুল ইসলাম বলেন, ‘কেন্দুয়া উপজেলায় এখন পর্যন্ত জানা মতে বুলবুল মিয়ার সাদা পাহাড় নামের গরুটিই সবচেয়ে বড়। কোরবানীর পশুর হাটে এটি আকর্ষনীয় হবে বলে আমরা মনে করছি।’