শাহরাস্তিতে ১০১ বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
২৮ মে ২০২৫, ১১:৪৮
শেয়ার :
শাহরাস্তিতে ১০১ বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ

চাঁদপুরের শাহরাস্তিতে দাবি আদায়ে লক্ষে কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবিতে দেশব্যাপী কর্মবিরতিতে শাহরাস্তির ১০১টি বিদ্যালয়ের শ্রেণী পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

আজ বুধবার পূর্ণদিবস কর্মবিরতি পালিত হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি পালন করছেন।

এর আগে গত সোমবার চাকরির শুরুতে ১১তম বেতন গ্রেড নির্ধারণসহ ৩ দফা দাবিতে সারা দেশের ন্যায় দিনব্যাপী শাহরাস্তিতে ১০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা পূর্ণদিবস কর্মবিরতি করেছেন। 

তারও আগে ৩ দফা দাবিতে গত ৫ থেকে ১৫ মে পর্যন্ত এক ঘণ্টা, ১৬ থেকে ২০ মে পর্যন্ত দুই ঘণ্টা এবং ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।

আন্দোলনকারী শিক্ষকরা শান্তিপূর্ণভাবে ও যুক্তিক দাবি আদায়ের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। সহকারী শিক্ষকের এই দাবি মর্যাদার, এই দাবি সম্মানের এবং এই দাবি অর্থনৈতিক মুক্তির।

এ বিষয়ে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা একমত পোষণ করে বলেন, ‘আন্দোলনকারী সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি হলো, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করা, পরামর্শক কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে শুরুর পদ ১১তম গ্রেডে বেতন নির্ধারণ করা, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন ও প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি করা দরকার।’

উল্লেখ্য, সহকারী শিক্ষকরা জানান সারা দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।