দেশজুড়ে আন্দোলনের ডাক ইমরান খানের
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান তার দলের নেতা–কর্মীদের ‘দেশব্যাপী একটি বড় আন্দোলনের’ জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
গত সোমবার কারাবন্দি এই সাবেক প্রধানমন্ত্রীর বোন আলিমা খান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
এদিন রাওয়ালপিন্ডির আদিয়ালা কেন্দ্রীয় কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আলিমা জানান, ইমরান খান বলেছেন, তিনি জনগণকে শুধু ইসলামাবাদেই ডাকেননি। এই আন্দোলন পাকিস্তানজুড়ে শুরু হবে। তবে পিটিআইয়ের আন্দোলনের নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ না করে আলিমা খান জানান, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা তিনটি প্রধান বার্তা দিয়েছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
আলিমা অভিযোগ করেন, গত আট মাসে ইমরান খান তার সন্তানদের সঙ্গে মাত্র একবার কথা বলার সুযোগ পেয়েছেন। এমনি তারা বই পাঠানোর চেষ্টা করলেও কারা কর্তৃপক্ষ তা আটকে দিয়েছে।
প্রসঙ্গত, ৭১ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার ও রাজনীতিক ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি অবস্থায় রয়েছেন। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়। এরপর থেকে দুর্নীতি ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। বেশ কিছু মামলায় ইতোমধ্যে তার সাজাও হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
তবে, ইমরান খানের আন্দোলনের প্রস্তুতির শোনা গেলেও বর্তমান সরকারের সঙ্গে পিটিআই-এর একটি আলোচনায় হওয়া কথাও জানা যাচ্ছে।