সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
ছবি: সংগৃহীত
ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সিএনজি ষ্টেশন থেকে গ্যাস না পাবার প্রতিবাদে মধ্যরাতে সাভারে ঢাকা-মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা।
এ সময় তারা শিল্প কারখানায় কন্টেইনার সিলিন্ডারে গ্যাস সরবরাহের প্রতিবাদ জানান তারা।
গতকাল মঙ্গলবার মধ্যরাতে এক ঘণ্টা সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের এই অবরোধের কারণে দুর্ভোগের কবলে পড়েন যাত্রীরা।
পরিবহন শ্রমিকদের অভিযোগ, এমনিতেই সিএনজি স্টেশনে দীর্ঘদিন সিরিয়ালে থেকেও পর্যাপ্ত গ্যাস পাওয়া যায় না। এর ওপর শিল্প কারখানার ঘাটতি মেটাতে বড় বড় কন্টেইনার ভর্তি সিলিন্ডারে গ্যাস সরবরাহ করায় দিনের অধিকাংশ সময় তাদের কেটে যায় সিরিয়ালে।
এমনকি মধ্য রাতে গ্যাসের জন্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস মিলছে না। যে কারনে তার আয় রোজগারে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
কন্টেইনারে গ্যাস সরবরাহ বন্ধের দাবিতে এ সময় তারা মহাসড়কে বিক্ষোভ করেন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবহন চালকদের বুঝিয়ে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলে যান চলাচল স্বাভাবিক হয়।