রাবিতে বাম নেতাকর্মীদের সঙ্গে শাহবাগ বিরোধী ছাত্র ঐক্যের সংঘর্ষ

রাবি প্রতিনিধি
২৮ মে ২০২৫, ০০:১৯
শেয়ার :
রাবিতে বাম নেতাকর্মীদের সঙ্গে শাহবাগ বিরোধী ছাত্র ঐক্যের সংঘর্ষ

‘শাহাবাগী’দের বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'শাহাবাগ বিরোধী ছাত্র ঐক্য' মঞ্চের বিক্ষোভ মিছিল চলাকালীন একই সময়ে 'গণতান্ত্রিক ছাত্রজোট' এর মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় নিজেদের স্লোগান কেন্দ্র করে দুটি সংগঠনের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যাম্পাসের পরিববন চত্ত্বর ও শহীদ বুদ্ধিজীবী চত্ত্বরে সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ২ দলের প্রায় ৪জন আহত হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে গণতান্ত্রিক ছাত্র জোট (বাম) মশাল মিছিল আয়োজন করে। তাদের কর্মসূচি শুরু হতে কিছুটা বিলম্ব হয়। অন্যদিকে এর কিছু সময় আগে শাহবাগ বিরোধী স্লোগান তুলে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্র শিবির। তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুড়ে এসে জড় হয় পরিবহন মার্কেটে।একপর্যায়ে সমাবেশে উপস্থিত শিবিরের নেতা-কর্মীরা তাঁদের দিকে তেড়ে আসেন। এ সময় উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। তবে শিবিরের নেতা-কর্মীরা চেয়ার, ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় রাবি শাখা ছাত্র শিবিরের সেক্রেটারীকে উপস্থিত থাকতে দেখা গেছে।

এসময় শাহবাগ বিরোধী ঐক্য মঞ্চের মিছিলে 'শাহবাগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন', 'বামদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না', 'ছাত্রফ্রন্টের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না', 'ছাত্রফ্রন্টের দুই গালে, জুতা মারো তালে তালে', 'শাহবাগীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না', 'বিচার বিচার বিচার চাই, শাহবাগীদের বিচার চাই' এসব স্লোগান দিতে দেখা যায়।