রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২ ককটেল উদ্ধার
উদ্ধার করা ককটেল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি অনুষদ ভবনের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে ককটেল দুটি দেখতে পান কৃষি অনুষদ ভবনের দুজন প্রহরী। পরে রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীর বোম ডিস্পোজাল ইউনিটের সদস্যরা এসে ককটেল দুটি উদ্ধার করেন।
কৃষি অনুষদের প্রহরীর দায়িত্বে থাকা রাসেল হাসান বলেন, ‘আমি অনুষদের পাশে চা খেতে গিয়েছিলাম। এ সময় আমার এক কলিগ ককটেল দেখতে পেয়ে আমাকে জানান। আমি এসে দুটি ককটেল দেখতে পাই। সঙ্গে সঙ্গে আমি কৃষি অনুষদের ডিন আব্দুল আলিম স্যারকে বিষয়টি অবহিত করি। কে কারা এখানে ককটেল রেখেছেন সেটা আমরা দেখতে পাইনি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আমি বিষয়টি জেনে মতিহার থানার ওসিকে অবহিত করি। এ বিষয়ে তদন্ত করে দেখা হবে।’
রাজশাহীর আরএমপির মিডিয়া মুখপাত্র জামিরুল ইসলাম বলেন, ‘আমাদের টিম দুটি ককটেল নিষ্ক্রিয় করেছে। ককটেলগুলো পরীক্ষা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!