কচুয়ায় প্রজেকশন ভ্যানে কৃষি অধিকারভিত্তিক ভিডিও প্রচার
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো একটি রাজনৈতিক কর্মসূচিকে ভিত্তি করে ভিডিওচিত্র নির্মাণ করে তা বিশেষভাবে সজ্জিত প্রজেকশন ভ্যানের মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন কচুয়া আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ঐতিহাসিক ৩১ দফা কর্মসূচির আলোকে নির্মিত এই ভিডিওচিত্রটি বিশেষভাবে ২৭ নম্বর দফা—‘কৃষি ও কৃষকের অধিকার’—কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। ভিডিওটি বর্তমানে কচুয়া উপজেলার বিভিন্ন হাটবাজার, গ্রামাঞ্চল ও জনসমাগমস্থলে ঘুরে ঘুরে প্রদর্শন করা হচ্ছে।
এই উদ্যোগের মাধ্যমে কৃষি সংস্কার ও কৃষকের অধিকার বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিএনপির ঘোষিত নীতিমালার বাস্তব প্রতিফলন তুলে ধরা হচ্ছে। স্থানীয় জনসাধারণের ব্যাপক আগ্রহ ও সাড়া ইতোমধ্যেই এ কর্মসূচিকে একটি ব্যতিক্রমী প্রচারমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।