কুড়িগ্রামের সীমান্তে ১৪ ভারতীয় নাগরিককে পুশইন করেছে বিএসএফ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
২৭ মে ২০২৫, ১৫:০২
শেয়ার :
কুড়িগ্রামের সীমান্তে ১৪ ভারতীয় নাগরিককে পুশইন করেছে বিএসএফ

কুড়িগ্রামের রৌমারীর বড়াইবাড়ি সীমান্তে আজ ভোর রাত ৪টার দিকে ১৪ ভারতীয় মুসলিম নাগরিককে পুশইন করেছে বিএসএফ। 

এ সময় রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তের বিজিবি কঠোর টহলরত অবস্থায় ১৪ ভারতীয় নাগরিককে বাংলাদেশ অভ্যন্তরে ঢুকতে দেয়নি। বর্তমানে ওই ১৪ ভারতীয় নাগরিক রৌমারী সীমান্তের ১ হাজার ৬৭ ওয়ান এস আন্তর্জাতিক পিলার সংলগ্ন অবস্থান করছেন। তাদের মধ্যে খাইরুল ইসলাম নামে ১ জন প্রাথমিক শিক্ষকসহ ৯ জন পুরুষ ও ৫ জন মহিলা রয়েছেন।

তারা সবাই ভারতের মুরগাঁও আসাম জেলার মৃওিকির ভিটা থানার বড়বেটা খান্দাপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে। এ বিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।