মোহনগঞ্জে অটোচালককে জবাই করে হত্যা

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
২৭ মে ২০২৫, ১৪:৪৯
শেয়ার :
মোহনগঞ্জে অটোচালককে জবাই করে হত্যা

নেত্রকোনার মোহনগঞ্জের আদর্শনগরে অটোরিকশা চালককে জবাই করে হত্যার পর মরদেহ একটি পরিত্যক্ত স্কুল ভবনে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। 

আজ মঙ্গলবার সকালে উপজেলার সুয়াইর ইউনিয়নের আদর্শনগর বাজার সংলগ্ন শিবির স্কুলের পরিত্যক্ত রুম থেকে অটোচালক ইদু মিয়ার (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত অটোরিকশা চালক ইদু মিয়া উপজেলার সুয়াইর ইউনিয়নের হাটনাইয়া কামারগাঁও গ্রামের মৃত আজনব মিয়ার ছেলে। তিনি নানার বাড়ি আদর্শনগর আশ্রয়কেন্দ্রে বসবাস ও অটোরিকশা চালাতেন। পুলিশ ধারণা করছে, অটোচালককে হত্যার পর দুর্বৃত্তরা তার মরদেহ ফেলে রেখে যায়। 

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, গতকাল সোমবার রাতে অটোচালক ইদু মিয়া তার ছোট ভাই ইয়াসিনের সঙ্গে আশ্রয়কেন্দ্রে (নানীর বাড়ি) ঘুমাতে যান। রাতের এক পর্যায়ে ইদু মিয়ার মোবাইল ফোনে একটি কল আসে। ফোনে কেউ তাকে বলে, তার টাকা নিয়ে বাইরে যেতে। পরে ইদু মিয়া ঘর থেকে বের হয়ে যান এবং আর ফিরে আসেননি। আজ মঙ্গলবার সকালে তার ছোট ভাই ঘুম থেকে উঠে ইদু মিয়াকে ঘরে দেখতে পাননি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়রা আদর্শনগর বাজার সংলগ্ন শিবির এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটি কক্ষে ইদু মিয়ার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে আদর্শনগর তদন্ত কেন্দ্র থানায় খবর দেন। পরে মোহনগঞ্জ থানা পুলিশের সহায়তা নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

নিহত ছোট ভাই ইয়াসিন মিয়া জানান, আমার সহজ সরল ভাইকে নির্মমভাবে জবাই করে হত্যা করা হয়েছে।

প্রাথমিক তদন্তের বরাতে মোহনগঞ্জ থানার ওসি বলেন, ‘মরদেহের গলায় ও শরীরে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। খুব দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে আসামিদের গ্রেপ্তার করা হবে।’