আমার প্রেমের গভীরতা কুমিল্লাতে শুরু হয়: ফারুকী
ভালোবেসে ২০১০ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এই তারকা দম্পতির সংসারে ইলহাম নুসরাত ফারুকী নামে একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের প্রায় ১৫ বছর পর অভিনেত্রীর সঙ্গে কীভাবে প্রেম হয়েছিল, সেই গল্প জানালেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক এই উপদেষ্টা।
ফারুকী জানান, কুমিল্লায় একটি নাটকের শুটিং করতে গিয়ে তিশার সঙ্গে তার প্রেমের গভীরতা তৈরি হয়েছিল।
রবিবার (২৫ মে) কুমিল্লায় অনুষ্ঠিত হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। এদিন কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে নিজের প্রেমের স্মৃতিচারণ করেন ফারুকী।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
জাতীয় কবির প্রেমের স্মৃতি নিয়ে কথা বলতে গিয়েই মূলত নিজের প্রেমের ব্যাপারে কথা বলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, ‘কুমিল্লার সঙ্গে আমার গভীর প্রেম। আপনারা জানেন, কুমিল্লায় আমি বহুবার শুটিং করতে এসেছি। আমার প্রেম, মানে যাকে বিয়ে করেছি পরে, তিশা; আমার প্রেমের গভীরতা কিন্তু কুমিল্লাতে শুরু হয়। “ক্যারাম” নামে একটি প্রোডাকশন করতে এসে। কুমিল্লায় যে শুধু নজরুলের প্রেমের স্মৃতি রয়েছে, তা কিন্তু নয়, নজরুলের ছোট ভাইদেরও প্রেমের স্মৃতি রয়েছে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, ‘কুমিল্লায় যখনই শুটিং করতে আসতাম, কোন কোন জায়গায় নজরুলের স্মৃতি রয়েছে, তা নিয়ে আলোচনা হতো আমাদের মধ্যে।’
প্রসঙ্গত, কবি নজরুলের জন্মবার্ষিকী এবার জাতীয়ভাবে কুমিল্লায় উদযাপিত হচ্ছে। ‘চব্বিশের গণঅভ্যুত্থান, নজরুলের উত্তরাধিকার’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠান ব্যবস্থাপনায় রয়েছে কুমিল্লা জেলা প্রশাসন।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’