হামলা-ভাঙচুরের মামলা /

চিন্ময় দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

অনলাইন ডেস্ক
২৭ মে ২০২৫, ১৪:১৯
শেয়ার :
চিন্ময় দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেলগেটে (কারাফটক) একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

তিনি জানান, আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় হওয়া একটি মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। তদন্ত শেষে আগামী ৪ জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগের দিনও পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের আরেক মামলায় তাকে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।

এর আগে গত ১৮ মে আইনজীবী আলিফ হত্যা ও রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে একদিন করে মোট দুদিন কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।

গত বছরের ২৫ অক্টোবর চিন্ময়ের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েকদিন পর ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়, যাতে আরও ১৮ জনকে আসামি করা হয়। পরে ২২ নভেম্বর রংপুরে আরও একটি সমাবেশ করেন চিন্ময়, এরপর ২৫ নভেম্বর তাকে ঢাকায় গ্রেপ্তার করে পুলিশ।

২৬ নভেম্বর চট্টগ্রামের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। ওইদিনই তার আইনজীবীরা জামিনের জন্য রিভিশন আবেদন করেন। সেই আবেদনের শুনানিকে কেন্দ্র করে চিন্ময়ের অনুসারীরা সংঘর্ষে জড়ান। ওই সময় দুর্বৃত্তদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

আইনজীবী আলিফ হত্যার ঘটনায় তার বাবা বাদী হয়ে ৩১ জনকে আসামি করে হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুরসহ আরও পাঁচটি মামলা হয়।

চলতি বছরের ৩০ এপ্রিল ওই মামলায় হাইকোর্ট থেকে জামিন পান চিন্ময়। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগ জামিন স্থগিত করায় তিনি এখনও কারাবন্দি রয়েছেন।