পূর্ণিমাকে শুভেচ্ছা জানিয়ে যা লিখলেন স্বামী

বিনোদন প্রতিবেদক
২৭ মে ২০২৫, ১২:২৫
শেয়ার :
পূর্ণিমাকে শুভেচ্ছা জানিয়ে যা লিখলেন স্বামী

বছর তিন আগে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন চিত্রনায়িকা পূর্ণিমা। সে হিসাবে আজ (২৭ মে) তাদের তৃতীয় বিবাহবার্ষিকী। গত বছর এদিনে একাধিক ছবি শেয়ার করে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছিলেন পূর্ণিমা। আর এবার বিবাহবার্ষিকীর প্রথম প্রহরে পূর্ণিমাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মনের কথা প্রকাশ করলেন রবিন।

তার কথায়, ‘আলহামদুলিল্লাহ, আজ আমাদের বৈবাহিক জীবনের তিন বছর পূর্ণ হলো- যা ছিল ভালোবাসা, ধৈর্য আর অগণিত স্মৃতির এক অসাধারণ যাত্রা।’

ফেসবুকে রবিন আরও লিখেছেন, ‘আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে, তিনি আমাকে দিলারা হানিফ পূর্ণিমার মতো একজন জীবনসঙ্গী দিয়েছেন। যে আমাকে বোঝে, সমর্থন দেয় আর সবসময় আমার পাশে থাকে। তুমি আমাদের এই পথচলাকে এতটা বিশেষ করে তুলেছো, আমি এর চেয়ে বেশি কিছু চাওয়া কল্পনাও করিনি।’

তাদের বন্ধন আরও গভীর হোক উল্লেখ করে রবিন বলেন, ‘আমার প্রিয় স্ত্রী, তুমি আমার শান্তি, শক্তি। আমি দোয়া করি, আমাদের বন্ধন দিনে দিনে আরও গভীর হোক এবং আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপে বরকত দান করুন।’

বলা দরকার, ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন চিত্রনায়িকা পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন। মেয়ের নাম আরশিয়া উমাইজা। তবে ২০২২ সালে এসে নিজের বিচ্ছেদের খবর প্রকাশ করেন এই অভিনেত্রী। তখন জানান, আশফাকুর রহমান রবিনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।