সাম্য হত্যার রহস্য উদঘাটন, বিকেলে সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক
২৭ মে ২০২৫, ১১:৪০
শেয়ার :
সাম্য হত্যার রহস্য উদঘাটন, বিকেলে সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা এসএম শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে।’

এ বিষয়ে আজ বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

শাহরিয়ার সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। গত ১৩ মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১৪ মে সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন।