আজহারের খালাসের রায় /

জামায়াত ইসলামীর সন্তোষ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
২৭ মে ২০২৫, ১১:০৯
শেয়ার :
জামায়াত ইসলামীর সন্তোষ প্রকাশ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এ টি এম আজহারুল ইসলামের খালাসের রায় দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশে জামায়াতে ইসলামী।

রায়ের পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সন্তোষ প্রকাশ করেছে দলটি। 

বিবৃতিতে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ! সাজানো মানবতাবিরোধী অপরাধের!! মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে খালাস দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।’ 

এতে আরও বলা হয়েছে, ‘আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাতজন বিচারপতির ফুল বেঞ্চে বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সর্বসম্মতিক্রমে এই রায় ঘোষণা করেন। আজকের আদেশের সার্টিফিাইড কপি কারাগারে পৌঁছালে এ টি এম আজহারুল ইসলাম মুক্তি পাবেন।’

প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে বলেন, এই মামলায় ফৌজদারি আইনের মৌলিক নীতিগুলি না মেনে ‘গ্রস মিসক্যারেজ অব জাস্টিস’ হয়েছে। আপিল বিভাগের পূর্ববর্তী জাজমেন্টে ফৌজদারি মামলায় সাক্ষ্য প্রমাণের যথাযথ স্ট্যান্ডার্ড মানতে ব্যর্থ হয়েছে। তাই এই মামলার দণ্ড ও রায় বহাল থাকতে পারে না’, বিবৃতিতে বলেছে জামায়াতে ইসলামী।