প্যারাসেইলিংয়ের নামে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার প্রতিনিধি
২৭ মে ২০২৫, ০৯:৪৫
শেয়ার :
প্যারাসেইলিংয়ের নামে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজারে দরিয়ানগর পয়েন্ট সমুদ্র সৈকতের বালিয়াড়িতে প্যারাসেইলিংয়ের নামে অবৈধভাবে নির্মিত কিছু স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

গতকাল সোমবার বিকেলে কক্সবাজার মেরিন ড্রাইভের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দরিয়ানগর এলাকায় জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফির নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান চালান। এ সময় জব্দ করা হয়েছে উচ্ছেদ করা স্থাপনার বেশ কিছু নির্মাণ সামগ্রী।

নাফিস ইনতেসার নাফি বলেন, ‘গত বুধবার কক্সবাজারে দরিয়ানগর পয়েন্ট সমুদ্র সৈকতে পরিচালিত ‘ফ্লাই এয়ার সী স্পোর্টস প্যারাসেইলিংয়ে’ চড়ে দুর্ঘটনায় এক পর্যটক দম্পতি আহত হন। পরদিন প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দরিয়ানগর ও হিমছড়ি সমুদ্র সৈকতে পরিচালিত ৫টি প্রতিষ্ঠানের প্যারাসেইলিং স্পোর্টস কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়। এ সময় সৈকতের বালিয়াড়িতে ইসিএ এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়া ‘ফ্লাই এয়ার সী স্পোর্টস প্যারাসেইলিং’ নামের একটি প্রতিষ্ঠান কর্তৃক নির্মিত গোলঘর, টয়লেট ও বিশ্রামাগারসহ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’

এদিকে গতকাল সোমবার বিকেলে অভিযুক্ত প্রতিষ্ঠানটির লোকজন বালিয়াড়িতে নির্দেশনা না মেনে পুনরায় বিভিন্ন স্থাপনা নির্মাণের খবরে প্রশাসন ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে উচ্ছেদ করেছে বলে জানান জেলা প্রশাসনের পর্যটনের সেলের এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নাফিস ইনতেসার নাফি জানান, প্যারাসেইলিং স্পোর্টস করতে গিয়ে মাঝে মধ্যে দুর্ঘটনার ঘটনা ঘটছে। সম্প্রতি এক পর্যটক দম্পতি প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে আহত হওয়ার ঘটনায় নানা মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এর প্রেক্ষিতে প্রশাসনে আপাতত প্যারাসেইলিং স্পোর্টস পরিচালনা করার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে।

ভবিষ্যতে প্রশিক্ষিত ও দক্ষ জনবল ছাড়া এবং অভিযোগ ওঠা প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়নের ক্ষেত্রে প্রশাসন বিশেষভাবে নজরদারি রাখবে বলেও জানান তিনি।