সোনারগাঁয়ে ১২০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২৭ মে ২০২৫, ০৯:০৯
শেয়ার :
সোনারগাঁয়ে ১২০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বড়িবাড়ি ও নয়াপুর এলাকায় ১২০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, প্রায় ৩ কিলোমিটার জুড়ে ৫০০টি বাড়িতে ব্যবহৃত ১২০০টি চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বড়িবাড়ি ও নয়াপুর রিয়া মহলের বিপরীত পাশে ২টি স্থানে অভিযান চালিয়ে প্রতিটি অবৈধ সংযোগের উৎসস্থলে কিলিং ক্যাপিং করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব হাসিবুর রহমান এবং তিতাস গ্যাসের জেনারেল ম্যানেজার আনোয়ারুল আজিম।

তিতাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। 

কর্তৃপক্ষ সতর্ক করে বলে, ‘যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।’