চাঁদপুরের কিংবদন্তি ভাষাসৈনিক কমর উদ্দিন চৌধুরীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক
২৭ মে ২০২৫, ০০:৫৯
শেয়ার :
চাঁদপুরের কিংবদন্তি ভাষাসৈনিক কমর উদ্দিন চৌধুরীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত

বৃটিশবিরোধী আন্দোলন, ৪৬ সালের ভাষা আন্দোলনের অগ্র সৈনিক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক কমর উদ্দিন চৌধুরীর ২৫তম মৃত্যুবার্ষিকী গতকাল চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কালিপুর চৌধুরী বাড়ি মাদ্রাসায় পালিত হয়েছে। 

কমর উদ্দিন চৌধুরীর একজন নিবেদিত দেশপ্রেমিক, খাঁটি ঈমানদার মুসলমান ও অসাম্প্রদায়িক চেতনার প্রতিক ছিলেন। নিরহংকার এই সৃষ্টিশীল ও সাদা মনের মানুষটি নেতা বানাতে পছন্দ করতেন কিন্তু নেতার স্বীকৃতি পেতে পছন্দ করতেন না।

তিনি আমৃত্যু দেশ ও মানবতার কল্যাণে কাজ করেছেন। মৃত্যুর আগে একদিন দুঃখ করে বলেছেন, ‘আগে জমিদারের ছেলেরা রাজনীতি করে ফকির হয়েছেন, এখন ফকিন্নির ছেলেরা রাজনীতি করে জমিদারি ভাব দেখায়।’

মরহুমের সন্তান দুর্নীতিবিরোধী জাতীয় সমম্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী সৎ সাহসী, সত্যবাদী, নির্ভীক, নির্মোহ, সজ্জন, নিবেদিত দেশপ্রেমিক মরহুম পিতার পরকালীন মুক্তি ও আমৃত্যু বাবার অনুশাসন মেনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে প্রাণপ্রিয় দেশবাসীর নিকট দোয়ার আবেদন করেছেন।