আবার কলকাতার সিনেমায় জয়া

বিনোদন সময় প্রতিবেদক
২৭ মে ২০২৫, ০০:০০
শেয়ার :
আবার কলকাতার সিনেমায় জয়া

দুই বছর আগে কলকাতায় মুক্তি পেয়েছিল জয়া আহসান অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। মুক্তির পর প্রশংসার পাশাপাশি দারুণ ব্যবসাও করে কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছবিটি। এরপর থেকেই সিক্যুয়ালের অপেক্ষায় ছিলেন দর্শক। শোনা যাচ্ছে, শিগগিরই ‘অর্ধাঙ্গিনী ২’-এর শুটিং শুরু করতে চলেছেন পরিচালক। এবারও জয়া তো থাকছেনই, পাশাপাশি দেখা যাবে চূর্ণি গাঙ্গুলি, কৌশিক সেন ও শুভ্রজিৎ দত্তকে।

সব ঠিক থাকলে আগামী ১৫-১৬ জুন সিনেমার শুটিং শুরু হওয়ার কথা। জয়া তার আসন্ন সিনেমা ‘তাণ্ডব’-এর ডাবিং এবং ‘ডিয়ার মা’-এর পোস্ট প্রোডাকশনের জন্য কলকাতায় অবস্থান করছেন।

সম্প্রতি কৌশিক গাঙ্গুলি একটি পোস্ট দিয়েছেন সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যায়- একটা শাড়ি আর তার ওপর রাখা দুটি ঘড়ি, সঙ্গে আংটি, গলার হার, হাতের একটি বালা রয়েছে। পাশাপাশি শাঁখা, পালা, নোয়া বাঁধানোর মতো সমস্ত এয়ো চিহ্ন।

ক্যাপশনে সিনেমার গানের লাইন ধার করে লেখা- ‘দুটো ঘড়ির তো একই সময় দেখানোর কথা ছিল, তবু কেমন যেন আলাদা আলাদা সব!’ এই পোস্টেই ‘অর্ধাঙ্গিনী ২’-এর ইঙ্গিত পান সিনেপ্রেমীরা।