প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মুখে ধাক্কা মারলেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মে ২০২৫, ২০:৪২
শেয়ার :
প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মুখে ধাক্কা মারলেন স্ত্রী

বিমান থেকে নামার ঠিক আগমুহূর্তে ঘটে যায় অপ্রত্যাশিত এক দৃশ্য। যেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর মুখে প্রকাশ্যে ধাক্কা বা খামচি মারেন তার স্ত্রী ব্রিগিট ম্যাক্রোঁ। দৃশ্যটি ধরা পড়ে আন্তর্জাতিক বার্তাসংস্থা এপির ক্যামেরায়।

দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে সম্প্রতি ভিয়েতনামে যান প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। বিমানবন্দরে অবতরণের পরই ঘটে এই ঘটনা ঘটে।

ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানের দরজা খোলার পর হঠাৎ করেই ব্রিগিট ম্যাক্রোঁ দুই হাত দিয়ে স্বামীর মুখে জোরে ধাক্কা দেন। এ ঘটনায় কিছুটা বিব্রত হয়ে পড়েন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, তবে অল্প সময়ের মধ্যেই নিজেকে সামলে নেন।

এরপর স্বাভাবিক ভঙ্গিতে বাইরে অপেক্ষমাণ কর্মকর্তাদের উদ্দেশে হাত নাড়েন তিনি। এ সময় ব্রিগিট ম্যাক্রোঁ বিমানের ভেতরেই অবস্থান করছিলেন, ফলে তার মুখের অভিব্যক্তি বোঝা যায়নি। এর কিছুক্ষণ পর দম্পতিকে বিমান থেকে নেমে আসতে দেখা যায়। তবে আগের সফরগুলোর মতো এবার আর স্বামীর হাত ধরে নামেননি ব্রিগিট। বিষয়টি নজর এড়ায়নি উপস্থিত সাংবাদিক ও পর্যবেক্ষকদের।

ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর রাজনৈতিক বিরোধীরা ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করতে থাকেন। এছাড়া ঘটনাটির কিছু ছবিও ভাইরাল হয়।

প্রথমদিকে ম্যাক্রোঁর প্রেসিডেন্ট দপ্তর এসব ছবি ও ভিডিওকে ‘সম্পাদিত ও ভুয়া’ বলে দাবি করেছিল। তবে পরে প্রেসিডেন্ট দপ্তরের কাছের একটি সূত্র নিশ্চিত করে, ঘটনাটি সত্য এবং এটি তাদের ব্যক্তিগত মুহূর্তের একটি অংশ।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁর এক সহযোগী জানান, প্রেসিডেন্ট ও তার স্ত্রীর মধ্যে একটি ‘সাধারণ ঝগড়া’ হয়েছিল এবং এতে কেউ আহত হননি।

এ বিষয়ে প্রেসিডেন্টের বহরে থাকা এক কর্মকর্তা জানান, ওরা শুধু একে-অপরের সঙ্গে মজা করছিলেন। কিন্তু এটিকে অতিরঞ্জিত করা হচ্ছে।

তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে এবং গণমাধ্যমে চলছে নানা আলোচনা। কেউ বলছেন, এটি নিছক দাম্পত্য খুনসুটি, আবার কারও মতে, ফরাসি প্রথম দম্পতির সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের গুঞ্জনেরই একটি নতুন রূপ প্রকাশ পেল।