এনসিপির কাউকে ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না: সারজিস
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কাউকে ভালো লাগলে ভোট দিতে এবং না লাগলে ভোট না দেওয়ার কথা বলেছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। আজ সোমবার এনসিপির পক্ষ থেকে নীলফামারীর ছয় উপজেলায় পথসভা এবং লিফলেট বিতরণ শেষে ডোমারে আয়োজিত পথসভায় এ কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, ‘বিগত নির্বাচনগুলোতে নেতারা জনগণের পকেটে টাকা দিয়ে ক্ষমতায় এসে বয়স্কা ভাতাসহ সবকিছু মেরে দিয়েছে। যাদের নেতৃত্বে গণঅভ্যুত্থান বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদের হাত ধরেই এসেছে এনসিপি। আগামী নির্বাচনে অন্ধ ভক্ত হওয়ার প্রয়োজন নেই; জাতীয় নাগরিক পার্টির কাউকে ভালো লাগলে ভোট দেবেন না হলে দেবেন না।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ সময় তিনি বলেন, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার যাতে ক্ষমতা ছাড়ার চিন্তাও না করে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ করে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বানও জানান সারজিস আলম।