চাঁদে পরমাণু বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে চীন ও রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মে ২০২৫, ১৫:৫২
শেয়ার :
চাঁদে পরমাণু বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে চীন ও রাশিয়া

চাঁদে পরমাণু বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে চীন ও রাশিয়া। সম্প্রতি তারা এই সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশনে বিদ্যুৎ সরবরাহ করবে এই কেন্দ্র। এর নেতৃত্ব দেবে চীন ও রাশিয়া। ২০৩৬ সালের মধ্যে এর কাজ সম্পন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

রুশ মহাকাশ সংস্থা রসকসমস এর মহাপরিচালক ইউরি বরিসোভ ২০২৪ সালে দেওয়া এক সাক্ষাতকারে বলেছিলেন, এই প্রকল্পটি স্বয়ংক্রিয়ভাবে শেষ হবে। কোনো মানুষের সেখানে উপস্থিত থাকার প্রয়োজন নেই। 

তবে তা কীভাবে সম্ভব হবে সেটি এখনো পরিস্কার নয়। বরিসোভ দাবি করেছেন, এই প্রযুক্তি উদ্ভাবনের কাজ প্রায় শেষের পর্যায়ে।  গত ৮ মে এক বিবৃতিতে রসকসমস জানায়, ‘এই কেন্দ্রটি মৌলিক মহাকাশ গবেষণা ও প্রযুক্তি পরীক্ষায় ভূমিকা রাখবে।  

এখন পর্যন্ত এই প্রকল্পে যুক্ত হয়েছে, মিসর, পাকিস্তান, ভেনিজুয়েলা, থাইল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।