বগুড়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

বগুড়া প্রতিনিধি
২৬ মে ২০২৫, ১৩:২৩
শেয়ার :
বগুড়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

বগুড়ায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল রবিবার রাত ১১টার দিকে শহরের নুরানি মোড় এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম ববি আক্তার (২৭)। ঘটনার পর তার স্বামী রোহান ব্যাপারী (৩৫) পালিয়ে গেছেন। পুলিশ রোহান ব্যাপারীর বাবা রবিউল ব্যাপারী ও মা পপি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। 

বগুড়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এ তথ্য নিশ্চিত করেছেন।

ববি আক্তারের স্বজনেরা জানান, সাত বছর আগে প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়। তাদের এক ছেলে ও মেয়ে রয়েছে। গত ১৫ এপ্রিল রাতে বগুড়া শহরের কালিতলা এলাকায় রোহান ও তার কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য মদ্যপ অবস্থায় দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করেন। এরপর ওই ঘটনায় মামলা হলে রোহান পলাতক ছিলেন। রোহান ব্যাপারী শহরের উত্তর চেলোপাড়ার বাসিন্দা হলেও তিনি স্ত্রীকে নিয়ে শহরের নুরানি মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। 

সম্প্রতি বেলী নামের এক নারীর সঙ্গে রোহানের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। স্ত্রী ববি ওই সম্পর্কে বাধা দিলে দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয়। গতকাল রাতে ঝগড়ার এক পর্যায়ে রোহান ছুরি দিয়ে স্ত্রীর বুক ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করেন। পরে প্রতিবেশীরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, ‘ঘটনার পেছনে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ববি আক্তারের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।