ঢাকায় পাকিস্তানি ব্যান্ডদল বায়ান
ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ডদল বায়ান। আজ সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘বায়ান লাইভ ইন ঢাকা: দ্য সফর ট্যুর’ শিরোনামের একটি কনসার্টে অংশগ্রহণ করবেন তারা।
গণমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠান জির্কোনিয়াম। গতকাল রবিবার রাতের ফ্লাইটে বাংলাদেশের মাটিতে পা রাখেন পাকিস্তানি ব্যান্ডটির সদস্যরা।
বায়ান’র সদস্য সংখ্যা ৫ জন। তারা হলেন আসফার হুসাইন, শাহরুখ আসলাম, মনসুর লাশারি, মুকিত শাহজাদ ও হায়দার আব্বাস। কনসার্টে ব্যান্ডটি তাদের নতুন অ্যালবাম ‘সফর’র গানগুলো গেয়ে শোনাবেন। এ ছাড়া ‘নেহি মিলতা’, ‘মেরা মুসাফির’, ‘সুনো’, ‘ফারদা’, ‘কাহা যাউ’র মতো জনপ্রিয় গানগুলোও গাইবেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নতুন অ্যালবাম ‘সফর’র প্রকাশ উপলক্ষে বিভিন্ন দেশে কনসার্ট করছেন তারা। তারই অংশ হিসেবে প্রথমবার বাংলাদেশে এসেছে ব্যান্ডটি।
এই কনসার্টে শুধু বায়ান ব্যান্ডই নয়, বাংলাদেশের এঞ্জেল নূর ও আরিয়ান চৌধুরীও পারফর্ম করবেন। জানা গেছে, পাকিস্তান ও বাংলাদেশের সংগীতের মেলবন্ধন তৈরির জন্য ‘বায়ান’র একটি গান গাইবেন এঞ্জেল নূর। অন্যদিকে, তার ‘যদি আবার’ গানটি গাইবে বায়ান’র শিল্পীরা।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট