পোস্ট অফিসের মধ্যে পড়েছিল নৈশপ্রহরীর রক্তাক্ত মরদেহ
যশোর হেড পোস্ট অফিসের নির্মাণাধীন ভবনের মধ্যে পড়েছিল নৈশপ্রহরী রবিউল ইসলামের মাথা ফাটা রক্তাক্ত মরদেহ। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ধুয়াইল গ্রামের আকবর আলীর ছেলে।
আজ সোমবার সকালে অফিসে এসে মরদেহ দেখে সহকর্মীরা পুলিশে খবর দেন। পরে যশোর কোতোয়ালী মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের শ্যালক শামীম হোসেন জানান, তার ভগ্নিপতি দুই মাস আগে মাগুরা থেকে বদলি হয়ে যশোরে আসেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে মাগুরাতে থাকেন। কেন কীভাবে তার মৃত্যু হলো কিছুই বুঝতে পারছেন না তিনি।
এ ব্যাপারে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের সুপার মনিরুল আল নূর জানান, রবিউল তাদের নৈশপ্রহরী ছিলেন। তিনি নিয়মিত ডিউটি করতেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, পুলিশ মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে। প্রতিষ্ঠানের বিভিন্ন সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে।