শুটিংয়ে ফিরলেন মৌসুমী
ঢালিউডে তিনি ‘প্রিয়দর্শিনী’। ছিলেন আলো ছড়ানো এক নায়িকা। কিন্তু হঠাৎ করেই যেন সব আলো নিভে গিয়েছিল। মৌসুমী নেই, শুটিং সেটে নেই, কোনো খবরও নেই। গুঞ্জন ওঠে— তিনি বুঝি অভিনয়কে বিদায় জানিয়েছেন! সেটা আরও স্পষ্ট হয় স্বামী চিত্রনায়ক ওমর সানীর বক্তব্যেও। জানান, অভিনয়কে বিদায় জানিয়েছেন মৌসুমী।
এদিকে, দুই বছর ধরে পর্দার আড়ালে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মায়ের অসুস্থতা, মেয়ের পড়াশোনা, আর পারিবারিক দায়িত্বে ডুবে থাকা এক মৌসুমী। সবমিলিয়ে অনেকেই ধরে নিয়েছিলেন, বিদায় বুঝি সত্যিই হলো! না, ফিরলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নায়িকা।
নিউইয়র্কের লং আইল্যান্ডের ভার্জিনিয়ায় শুটিং হলো ‘পিএস চাই সুন্দরী’ নামে একটি টেলিছবির। পরিচালনায় হাসান জাহাঙ্গীর, অভিনয়ে তার সঙ্গে আকাশ রহমান। আর মাঝখানে নির্বিঘ্ন নীরবতা ভেঙে হাজির সেই প্রিয় মুখ— মৌসুমী।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
শুটিংয়ের একটি মুহূর্ত শেয়ার করে হাসান জাহাঙ্গীর লিখেছেন, ‘শুটিংয়ের সময় মৌসুমীর কাছে মনে হয়েছে, যেন তিনি কখনোই ক্যামেরা থেকে দূরে ছিলেন না!’
টেলিছবিটির প্রযোজক হিসেবে আছেন আকাশ রহমান। তিনি জানান, কাজটির সিডিউল মেলাতে প্রায় দেড় বছর সময় নিয়েছেন মৌসুমী। অবশেষে সেটি সম্পন্ন হলো।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
জানা গেছে, এটিভি (ইউএসএ)-এর ঈদ আয়োজনে প্রচার হবে টেলিছবিটি। শুধু তাই নয়, একটি নাটকেও দেখা যাবে মৌসুমীকে। অর্থাৎ তিনি ফিরেছেন। একেবারে কাজ নিয়ে, পরিকল্পনা নিয়ে, নতুনভাবে।