এটুপি এসএমএস থেকে ২০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
মোবাইলে আন্তর্জাতিক কলের পর এবার এসএমএস আদান-প্রদানেরও সুযোগ চায় আন্তর্জাতিক গেটওয়ে অপারেটররা। তাদের দাবি, এই সুযোগ তারা পেলে বছরে ২০০ কোটি টাকা রাজস্ব পাবে সরকার। যা মোবাইল অপারেটরদের দেওয়া রাজস্বের চেয়ে আট গুণ বেশি। এই অবস্থায় নতুন টেলিকম আইনে আইজিডব্লিউ লাইসেন্স বাতিল না করে বরং এসএমএস আদান-প্রদানের সুযোগ দেওয়ার দাবি সেবাদাতাদের।
বিদেশ থেকে মোবাইলে কেউ যখন দেশে কল করেন তখন প্রথম কলটি রিসিভ করে ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিডব্লিউ অপারেটর। এরপর কলটি আইসিএক্স অপারেটর হয়ে নির্দিষ্ট মোবাইল অপারেটরের নেটওয়ার্কের মাধ্যমে সংশ্লিষ্ট গ্রাহকের কাছে পৌঁছায়।
অবৈধ ভিওআইপির মাধ্যমে আন্তর্জাতিক কল আদানপ্রদান এবং রাজস্ব ফাঁকি বন্ধে ২০০৮ সালে ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিডব্লিউ লাইসেন্স দেয় বিটিআরসি। শুরুতে বিদেশ থেকে প্রতিদিন প্রায় ১০ কোটি মিনিট ফোনকল আসত। তবে হোয়াটসঅ্যাপ, ভাইবার, ম্যাসেঞ্জারের দাপটে কল নেমেছে এক কোটি মিনিটে।
এ বিষয়ে আইজিডব্লিউ অপারেটরস ফোরামের সভাপতি আসিফ সিরাজ রব্বানী বলেন, ‘আমাদের কল ট্রাফিক কমেছে। তারপরও বছরে সরকারকে ৫০০ কোটি টাকা রাজস্ব দিচ্ছি।’
আজ রবিবার রাজধানীর রাওয়া ক্লাবে এক কর্মশালায় জানানো হয়, হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট থেকে মাসে ৩ কোটির বেশি আন্তজার্তিক ইনকামিং এটুপি এসএমএস আসছে মোবাইল অপারেটরদের মাধ্যমে। প্রতি এসএমএস ৮ সেন্ট হিসাবে প্রতি মাসে আয় হয় ২৪ লাখ ডলার। যেখান থেকে মোবাইল অপারেটররা রাজস্ব দেয় মাত্র এক লাখ ৫৬ হাজার ডলার।
আইজিডব্লিউ অপারেটরস ফোরামের সভাপতি আসিফ সিরাজ রব্বানী বলেন, ‘আমাদের দীর্ঘদিনের দাবি এটুপি এসএমএসের আদান-প্রদানের সুযোগ পাওয়া। এই সুযোগ পেলে আমরা বছরে সরকারকে ২০০ কোটি টাকা রাজস্ব দিতে পারব। যা মোবাইল অপারেটরদের দেওয়া রাজস্বের চেয়ে আট গুণ বেশি। একইসঙ্গে আমরা ব্যবসায় টিকে থাকতেও পারব।’
আন্তর্জাতিক কল এবং এসএমএস খাতের এই অবস্থায় টেলিকম সংস্কার আইনে আইজিডব্লিউ লাইসেন্স তুলে দেওয়ার প্রস্তাব করেছে নিয়ন্ত্রক সংস্থা। যা নিয়ে আপত্তি তুলেছে আইজিডব্লিউ অপারেটররা। আইজিডব্লিউ অপারেটরস ফোরামের চিফ অপারেটিং অফিসার মুশফিক মনজুর বলেন, ‘এই সিদ্ধান্ত কার্যকর হলে আমাদের বিনিয়োগ-ব্যবসা দুটোই হারাব। কাজ হারাবে কর্মীরা।’
উল্লেখ্য, বর্তমানে ২৯টি অপারেটর কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যন্ত সরকারকে প্রায় ১০ হাজার কোটি টাকার রাজস্ব দিয়েছে আইজিডব্লিউ অপারেটররা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?