পরিচয় মিলেছে পুশ ইন করা ২১ জনের

সিলেট ব্যুরো
২৫ মে ২০২৫, ২০:৪০
শেয়ার :
পরিচয় মিলেছে পুশ ইন করা ২১ জনের

নানান উত্তেজনায় শান্ত হচ্ছে না সিলেটের সীমান্ত এলাকা। চোরাচালানের সঙ্গে অব্যাহত রয়েছে বাংলাদশে অবৈধ অনুপ্রবেশের ঘটনা। এরই মধ্যে নতুন করে পুশ ইন করা ২১ জনের পরিচয় পাওয়া গেছে।

গতকাল শনিবার সকালে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লোভাছড়া এলাকা দিয়ে ২১ জনকে বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিজিবি ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুড়িগ্রাম, রাজশাহী ও নাটোর জেলার বাসিন্দা বলে জেনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার চন্দ্রকোনা গ্রামের নুর মোহাম্মদ (৪০), তার স্ত্রী রেজিয়া বিবি (৩০), তাদের ছেলে রিয়াজুল (২১), রবিউল (১১), মেয়ে নুর বানু (৮), নুর মনি (৩), নুরী (১), পুত্রবধু আলমিনা (২১)। একই থানার ধর্মপুর গ্রামের শাহ জামাল (৫০), তার স্ত্রী হাছনা বানু (৪৩), তাদের ছেলে হামিদুল ইসলাম (৩২), হাফিজুল (১৯), হাসানুর (১৪), পুত্রবধূ মিতা (২৫), হামিদুলের মেয়ে হালিমা (৪), ছেলে মারুফ (২)। নাটোর জেলার লালপুর গ্রামের আইয়ুব আলী (৪০), বিষু শেখ। রাজশাহী জেলার সদর থানার কাজিহাটা গ্রামের আলি রেহমান (২৮), নিজাম উদ্দিন (২২) ও চক রাজাপুর গ্রামের পলাশ সরকার।

এর আগে গত ১৪ মে ১৬ জনকে একই সীমান্ত দিয়ে পুশব্যাক করে তারা। তাদেরও আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। পরে বাংলাদেশি পরিচয় নিশ্চিত হয়ে তাদেরকে আত্মীয়-স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, অনুপ্রবেশকৃত ব্যক্তিদের প্রাথমিক পরিচয় নিশ্চিত করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।