ভাইয়ের সঙ্গে শেষ দেখা হলো না পুলিশ সদস্যের

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
২৫ মে ২০২৫, ২০:১২
শেয়ার :
ভাইয়ের সঙ্গে শেষ দেখা হলো না পুলিশ সদস্যের

ভাইয়ের সঙ্গে শেষ দেখা হলো না ফজলুল হক (৫০) নামে এক পুলিশ সদস্যের। গতকাল শনিবার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বারবাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হন।

পুলিশ কনস্টেবল ফজলুল হক খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আটন্ডা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ক্ষুদ্র রয়রা গ্রামের বাসিন্দা।

জানা যায়, ফজলুল হক তার বড় ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য মোটরসাইকেলযোগে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হন। মহাসড়কের বারবাজার এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহীও মারা যায়। তার বাড়ি ঝিনাইদহের কোঁটচাদপুর উপজেলায় বলে জানা গেছে।

ফজলুল হকের বড় ভাই শৈলকুপা উপজেলার বাগুটিয়া জরিপ বিশ্বাস ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ শহিদুল ইসলাম বলেন, ‘আমার ছোট ভাই ফজলুল হক গত শুক্রবার রাতে মোবাইল ফোনে বলে- ভাই তোমার সঙ্গে পারিবারিক আলোচনা আছে। তুমি সকালে ঝিনাইদহে আসো আর আমি দৌলতপুর থেকে রওনা দিবো। এরপর ঝিনাইদহ বসে কথা হবে। আমি গতকাল সকালে ঝিনাইদহে পৌছানোর পর জানতে পারলাম, বারবাজার এলাকায় আমার ভাই মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে। আমার ভাইয়ের সঙ্গে শেষ দেখা হল না।’