ঢাকা উত্তর সিটি প্রশাসকের সঙ্গে সম্মিলিত সোসাইটির গণশুনানি ও মতবিনিময়
গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনের সম্মিলিত সোসাইটির উদ্যোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার শুলশান লেক পার্কে সমন্বিত নাগরিকের উদ্যোগে এ গণশুনানী ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ উপস্থিত ছিলেন।
প্রশাসক তাৎক্ষণিকভাবে অনেক সমস্যার সমাধান করে প্রমাণ করেন জনতার কণ্ঠস্বর ঐক্যবদ্ধ হলে, প্রশাসনও সাড়া দিতে বাধ্য।
সভায় এলাকাবাসীর পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়, যা শহরের টেকসই উন্নয়ন ও বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
দাবিগুলো হলো-
১. অবৈধভাবে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি ও আগের বছরের জন্য নতুন কর ধার্যের অবসান।
২. পরিবেশবান্ধব উপায়ে, সোসাইটিগুলোর মাধ্যমে গৃহস্থালী আবর্জনা অপসারণের অনুমতি।
৩. গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে ‘নিরব এলাকা’ হিসেবে ঘোষণা করা ।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
৪. ফুটপাতে হকার মুক্ত করে, পথচারীদের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করা।
৫. লেকের পানি দূষণ রোধ ও এর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা।
৬. নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, বিদ্যুৎ পানি সরবরাহ, ট্রাফিকিং ব্যবস্থার উন্নয়ন।
বাসিন্দাদের কথা প্রশাসক মোহাম্মদ এজাজ মনযোগ দিয়ে শুনেন ও যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অচিরেই বাস্তবায়নের পদক্ষেপ নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।