প্রধান উপদেষ্টার সঙ্গে চলছে জামায়াতের বৈঠক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠক চলছে। আজ শনিবার রাত সাগে ৮টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে জামায়াতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। প্রতিনিধিদলে আরও আছেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
জামায়াতের পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এর আগে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়। আজ রাত সাড়ে ৭টার দিকে এ বৈঠক শুরু হয়েছিল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বৈঠকে আরও অংশ নেন দলটির স্থায়ী কমিটির আরও তিন সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?