১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৪ তরুণ-তরুণী
নাটোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন ২৪ তরুণ-তরুণী। কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া চাকরি পেয়ে তারা খুশিতে আত্মহারা। এ সময় চাকরি পাওয়ার আনন্দে অনেক তরুন-তরুণী আবেগাপ্লুত হয়ে পড়েন।
গত বৃহস্পতিবার রাতে নাটোর পুলিশ লাইন্সের ড্রিল শেডে কনস্টেবল পদে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ আমজাদ হোসাইন। এ সময় নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের পুলিশ পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের উচিত দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সততা ও নিষ্ঠার সাথে দেশ ও মানুষের কল্যাণে সর্বদা কাজ করা। বাবা-মা এবং বাড়ির অন্যান্য সদস্যদের যথাযথ দায়িত্ব পালন করা।
নাটোর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী’র সঞ্চাচালনায় ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নিয়োগ বোর্ডের সদস্য সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ এবং বগুড়া ডিএসবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার হোসেন।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন- আনিকা তাবাসসুম, সিমলা খাতুন, আল শাহরিয়ার অনিক এবং তাদের অভিভাবকবৃন্দ।