নিরাপত্তা পরিষদে ভারতকে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করতে বলল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে ২০২৫, ১৬:১০
শেয়ার :
নিরাপত্তা পরিষদে ভারতকে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করতে বলল পাকিস্তান

ভারতকে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করার আহ্বান জানিয়েছে পাকিস্তান। গতকাল জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী মিশনের মানবাধিকার বিষয়ক দূত সায়মা সালিম এই আহ্বান জানান। তিনি বলেন, ভারতকে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করে কার্যকরী সংলাপে বসতে হবে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

সায়মা সেলিম বলেন, ভারত আবারও ভুয়া তথ্য ছড়িয়েছে, বিভ্রান্তি ছড়িয়েছে এবং সত্যকে অস্বীকার করেছে।  তিনি বলেন, ‘যতই অস্বীকার করুক, এটা অস্বীকারের উপায় নেই যে তারা অবৈধভাবে দখলকৃত কাশ্মীরে আগ্রাসন চালিয়ে বেসামরিকদের হত্যা করছে। ’

ভারত পাকিস্তানে আগ্রাসন চালিয়ে বেসামরিক হত্যা করেছে বলেও দাবি করেন এই কর্মকর্তা। তিনি বলেন, ‘আমাদের দেশ ও বিশ্বে তারা সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করছে। ’

এই রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করে পাকিস্তানের সঙ্গে সংলাপের আহ্বান জানান সায়মা সেলিম।