বিয়ে করলেন ‘আমরা হয়তো’র গায়ক সানি
বিয়ে করলেন ‘আমরা হয়তো’খ্যাত সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। পাত্রী নুসরাত ইসলাম মাটি। বন্ধুত্ব-প্রেমের পর এবার পরিণয়। গতকাল শুক্রবার পাত্রীর বাসায় ঘরোয়া আয়োজনে তাদের আকদ সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সানি নিজেই।
তিনি বলেন, ‘বন্ধু ছিলাম আমরা, তারপর কিছুদিন প্রেম করেছি। প্রেমের সময়ে আমরা বুঝেছি আমার মধ্যে তার একজন বন্ধু আছে এবং তার মধ্যে আমারও একজন বন্ধু আছে। ও (মাটি) তো লেখক-শিক্ষক, আমি যেহেতু সংগীতশিল্পী-নির্মাতা; আমরা দুজনের ম্যাজিক্যালি মনের মিলটা রয়েছে। গল্প করতে করতে প্রেম হয়েছে। এখনও গল্পই করছি।’
সানি জানান, আগামী নভেম্বরে জাঁকজমক আয়োজনে বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
গত ১৬ মে মুক্তি পেয়েছে নির্মাতা পিপলু খানের সিনেমা ‘জয়া আর শারমিন’। সিনেমাটির গল্প লিখেছেন নুসরাত ইসলাম মাটি। তিনি ইউরোপে সিনেমা নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে গল্প-চিত্রনাট্য লেখার পাশাপাশি দেশের একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে শিক্ষকতা করছেন। এছাড়া গত বছর সনি ফিউচার ফিল্মমেকার অ্যাওয়ার্ডস লাভ করেছে মাটির নির্মিত শর্টফিল্ম ‘বিলো দ্য উইন্ডো’।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এদিকে, অনুরাগীদের আরও একটি সুখবর দিলেন সানি। জানান, শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন দুটি গান। ইতিমধ্যে রেকর্ডিং সম্পন্ন। দুটিই কবিতা থেকে গানে রূপান্তর। একটি কবি শহীদ কাদরীর, অন্যটি বর্তমান প্রজন্মের আলোচিত কবি হাসান রোবায়েতের ‘ছায়াকারবালা’ কাব্যগ্রন্থের একটি কবিতা।