বকেয়া বেতনের দাবিতে গাছ ফেলে সড়ক অবরোধ
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে একটি জুতা প্রস্তুতকারী কারখানার শ্রমিকরা সড়কে গাছ ফেলে অবরোধ করেন।
আজ শনিবার সকাল ৭টা থেকে উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামের এম কে ফুডওয়্যার লি: নামক কারখান শ্রমিকরা এ অবরোধ করেন। এতে উপজেলার মাওনা–গাজীপুর আঞ্চলিক সড়কে প্রায় ৫ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে । ফলে দুর্ভোগে পড়েন শত শত মানুষ।
জানা যায়, বকেয়া বিদ্যুত বিলের জন্য এম কে ফুড ওয়্যার কারখানার বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পল্লীবিদ্যুৎ কতৃপক্ষ। এতে কারখানার কাজ বন্ধ রয়েছে। বকেয়া পড়েছে শ্রমিকদের বেতন। বকেয়া বেতনের দাবিতে আজ সকাল ৭টা থেকে ওই কারখানার শ্রমিকরা মাওনা-গাজীপুর আঞ্চলিক সড়কে গাছ ফেলে অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে সকাল থেকে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকে। দুর্ভোগে পড়েন শত শত মানুষ।
বিক্ষোভকারী কারকানার শ্রমিক শিউলী ও ইব্রাহীম জানান, বিদ্যুত বিচ্ছিন্নের কারণে কারখানা বন্ধ রয়েছে। আমাদের দু’মাসের বেতন বাকি। ঈদ দরজায় কড়া নাড়ছে। ঈদের আগে আমাদের বেতন-ভাতা পাওয়া নিয়ে যথেষ্ট সংশংয় সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ আমাদের কোনো সমাধান দিচ্ছে না। আমরা বাড়ির মালিক ও দোকানদারদের কাছে নাজেহাল হচ্ছি। নিরুপায় হয়ে আমরা রাস্তায় নেমেছি।
কারখানার কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, চলতি সপ্তাহে শ্রমিকদের এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস দেওয়া হবে। মে মাসরে বেতনের বিষয়ে পড়ে জানানো হবে।
গাজীপুর শিল্প পুলিশের শ্রীপুর সাব জুনের ইনিসপেক্টর মো. আ.লতিফ খান জানান, শ্রমিকদের সড়ক থেকে সড়িয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। কতৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।