পোশাক শ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
গাজীপুরের শ্রীপুরে এক পোশাক শ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে ভিকটিম বাদী হয়ে থানায় মামলা করেছেন।
এর আগে গত মঙ্গলবার রাত ১১টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন ভিকটিম। রাস্তা থেকে অভিযুক্তরা তাকে তুলে নিয়ে যান। পাশের জঙ্গলে নিয়ে ৩ যুবক তাকে জোড়পূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করেন।
অভিযুক্তরা হলেন উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামের নতুন খাসপাড়া এলাকার সুমন, আল আমীন ও শান্ত।
ভিকটিম ও মামলা সূত্রে জানা গেছে, ভিকটিম ও তার স্বামী দু’জনেই পোশাক কারখানায় চাকরি করেন। স্বামীর অনুপস্থিতির সুযোগে অভিযুক্তরা ভিকটিমের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা করতেন। গত মঙ্গলবার রাত ১১টার দিকে ভিকটিম কাজ শেষে বাসায় ফিরছিলেন। অভিযুক্তরা ভিকটিমকে রাস্তা থেকে তুলে নিয়ে যান। পাশের একটি জঙ্গলে নিয়ে তাকে জোড়পূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করেন। বিষয়টি প্রকাশ পেলে স্থানীয়রা ঘটনা ধামা চাপার চেষ্টা করেন। এক পর্যায়ে শুক্রবার ভিকটিম থানায় অভিযোগ করেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। দ্রুত সময়ে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।